বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০১৮

কারওয়ান বাজারে বস্তিতে পুড়ল শত ঘর


রাজধানীর কারওয়ান বাজারের রেললাইন বস্তিতে আগুন লেগে শ’খানেক ঘর পুড়ে গেছে।  ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আনা যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

আজ সোমবার দুপুর ১২টার পর ওই বস্তিতে আগুন লাগে।  বেলা ১টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে।  

ফায়ার সার্ভিস জানায়, রান্নার সময় হঠাৎ আগুন দেখতে পান বলে জানিয়েছেন বস্তির এক বাসিন্দা।  এ ঘটনায় কেউ হতাহত হননি।  

অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।  স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে।  প্রাথমিক হিসাবে শ’খানেক  ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১