আপডেট : ২১ December ২০১৭
মেক্সিকোতে ছেলের স্কুলের বড় দিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মাদক ও চোরাকারবারীদের গুলিতে নিহত হয়েছেন এক সাংবাদিক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলের ভেরাক্রুজ প্রদেশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী জানায়, বড়দিন উপলক্ষে ছেলের স্কুলে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন গুমারো পেরেজ আগিলান্দো নামে ৩৫ বছর বয়সী ওই সাংবাদিক। বন্দুকধারীরা স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে তাকে লক্ষ্য করে পরপর চারটি গুলি চালায়। মেক্সিকোর নিরাপত্তা এবং মাদক চোরাচালান নিয়ে নিয়মিত লেখালেখি করতেন পেরেজ। আর এ কারণেই তিনি সন্ত্রাসীদের লক্ষ্যে পরিণত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এটি এ বছর ভেরাক্রুজ প্রদেশে সাংবাদিক হত্যার তৃতীয় ঘটনা। এ বছর মেক্সিকোয় ১২ সাংবাদিককে হত্যা করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১