আপডেট : ১৬ September ২০২২
ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসে উদয়ন স্কুলের শিক্ষার্থী মীম। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে। কিন্তু সে চলে আসে উত্তরা বয়েজ স্কুলে। পরে তাকে পুলিশের গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। সেই সেবা কার্যক্রমের মাধ্যমেই মীমকে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রে। যানজটে আটকা শিক্ষার্থীদেরও মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেয় পুলিশ। মীমের মতো ১৫ জন এসএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ নানা সহযোগিতা করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ ধরনের বিশেষ সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বিশেষ সেবা চালু করে হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই সেবা চালু চালু থাকবে শেষ পরীক্ষা পর্যন্ত। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে একটি বুথ খোলা হয়েছে। এই সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রাখা হয়েছে। পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া আলাদা তিনটি গাড়ি প্রস্তুত রাখা হয়। তিনি জানান, সকালে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানো হয়। পুরো পরীক্ষাজুড়ে এই কার্যক্রম চালু থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১