বাংলাদেশের খবর

আপডেট : ১৫ March ২০২২

১৭ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো জাপান


জাপান নতুন করে ১৭ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মঙ্গলবার (১৫ মার্চ) জাপানের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

জাপানের অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ১১ সদস্য, ব্যাংকার ইয়ুরি কোভালচুক এবং ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গকে নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ নিয়ে মোট ৬১ রুশ নাগরিকের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : রয়টার্স


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১