আপডেট : ১৭ May ২০২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কবি জয় গোস্বামী। রোববার সন্ধ্যায় ৬৬ বছর বয়সী কবিকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। কবির স্ত্রী কাবেরী গোস্বামীর মৃদু উপসর্গ থাকায় তাকেও একইসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী বলেন, বাবা-মায়ের অক্সিজেনের মাত্রা এখনও স্বাভাবিক আছে। রোববার সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়ার সঙ্গে সঙ্গেই কোভিড পরীক্ষা করা হয়। ফলাফল আসার আগেই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিই। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার (১৬ মে) সকালে জ্বর আসে কবি জয় গোস্বামীর। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত ১০টার দিকে কোভিড ফলাফল পজিটিভ আসায় কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। আজ কবির স্ত্রীর কোভিড পরীক্ষা করানো হবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১