আপডেট : ১১ May ২০২১
ভারতের ওডিশার কেন্দ্রপাড়া জেলার গহিরমাথা সমুদ্র সৈকতে ডিম্বাণু থেকে বিপন্ন অলিভ রিডলি প্রজাতির মোট ১ কোটি ৪৮ লাখ শিশু কচ্ছপের জন্ম হয়েছে। এর মধ্য দিয়ে জনহীন দ্বীপটি অনন্য প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলো। গতকাল সোমবার (১০ মে) স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ভিটারকানিকা ম্যানগ্রোভের (বন্যজীবন) বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ রঞ্জন দাশ বলেন, গত সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত গহিরমাথা সমুদ্রের জলে মিশ্রিত ডিম ভেঙে ১ কোটি ৪৮ লাখ শিশু কচ্ছপের জন্ম হয়েছে। গত ২৫ এপ্রিল থেকে শিশু কচ্ছপের জন্মগ্রহণ শুরু হয় এবং বর্তমানে এটি শেষ হয়ে এসেছে, যোগ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, হুইলার্স দ্বীপের প্রতিরক্ষা ইন্সটেলেশনের কাছাকাছি নাসি-২ দ্বীপে নারী কচ্ছপের খননকৃত বাসায় পাড়া ২ লাখ ৯৮ হাজার ডিম থেকে এই কচ্ছপ ছানাগুলোর জন্ম হয়েছে। বিকাশ রঞ্জন দাশ বলেন, বাসা থেকে বের হওয়ার পর কচ্ছপ ছানাগুলো দল বেধে সমুদ্রের দিকে চলে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১