বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০২১

কেরানীগঞ্জে মাসব্যাপী ফ্রি সেহরী খাওয়াচ্ছেন হাজি মাহাবুব


পবিত্র রমজান মাসজুড়ে রোজাদারদের বিনামূল্যে ফ্রী সেহরী খাওয়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের আশায় তিনি শতাধিক রোজাদারদের সেহরী খাওয়ানোর মাধ্যমে নিজের আত্ম তৃপ্তির কথা জানান তিনি।

এখানে মেহমান হতে অনেকেই ছুটে আসেন কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের মান্দাইল বাজার রোড এলাকায়, সুরুচি স্যুপ কর্ণার নামে একটি স্যুপের দোকানে। এ মানুষটির মেহমান যারা তাদের অনেকে ভোর রাতে সেহরী খাওয়ার মত টাকা পয়সা নেই, তার সেহরী খাওয়ানোর খবর শুনে প্রতিদিন নতুন নতুন মেহমান যোগ হচ্ছেন। আলহাজ্ব মাহাবুব আহাম্মেদ মামুন নিজে দাড়িয়ে থেকে মানুষকে খাওয়ান। নিজস্ব অর্থায়নে একমাত্র আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য। প্রতিদিন প্রায় ১শ’ মানুষের সেহরীর আয়োজন করেন কোন দিন বেশি ও হয়। পাশাপাশি মেহমান বাড়ানোর জন্য তিনি প্রতিদিন আরও বেশী মানুষ সেহরি খেতে আসার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাতীয় দৈনিক পত্রিকায় রীতি মতো সংবাদের মাধ্যমে মানুষকে জানান দিচ্ছেন।

এ বিষয়ে মাহাবুব আহাম্মেদ মামুন বলেন, রোজার প্রথম রাত থেকে মান্দাইল এলাকার একটি সুরুচি স্যুপ কর্ণার নামে একটি দোকান ভাড়া নিয়ে এমন মানবিক কাজটি সওয়াব ও মহান প্রভুর সন্তুষ্টির আশায় করে যাচ্ছি। অসহায়, তৃণমূল অনাহারী মানুষের রোজা রাখার জন্য সেহরির ব্যবস্থা করেছি । খাবার হিসেবে ভাতের সঙ্গে গরুরর মাংস, খাসীর মাংস ও মুরগীর মাংস একেকদিনে একেকটা রান্না করা হয়, সাথে ডাল ও ডিম থাকে। এই আয়োজন চলবে পুরো রোজা জুড়ে। তিনি জানান প্রতিদিন আল্লাহর অশেষ রহমতে মেহমান বৃদ্ধি পাচ্ছে। আমার তাওফিক অনুযায়ী এ সওয়াবের কাজটি পছন্দ করেছি।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে সরকার ঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন দৈনিক উপার্জনকারীরা। তাদের মধ্যে অনেকেই এখন খেয়ে না খেয়ে দিনপার করছে। করোনায় মানুষের আয়ও কমেছে সারাদিন কাজ করে যে টাকা উপার্জন করে তাতে দু মুঠো খেয়ে পরিবারকে চালাতে হিমশিম খায় , তাদের অনেকে ভোর রাতে না খেয়েও রোজা রাখে তাদের জন্য আমার এ আয়োজন।যাতে সেহরি খেয়ে রোজা রাখতে পাড়েন তাই আমার এই ক্ষুদ্র চেষ্টা। তবে এসব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও শিল্পপতিদের আহ্বান জানিয়েছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১