আপডেট : ৩০ March ২০২১
শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা করেছেন। মৃত ব্যক্তির নাম মইন মিয়া (৭০)। তিনি উপজেলার মাকরীছড়ার বাসিন্দা। গত ২১ মার্চ মইন মিয়া আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে ফলাফল পজেটিভ আসে। এরপর থেকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান,স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস আক্রান্ত মইন মিয়াকে দাফন করা হয়েছে। তার বাড়ির সব সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১