আপডেট : ১০ March ২০২১
নিজের মনের কথা অকপটে বলে দিতে বরাবরই জুড়ি নেই জেফ বয়কটের। তা সেটি যত বিতর্কিতই হোক না কেন। এবার তুমুল আলোচিত-সমালোচিত ‘রোটেশন পলিসি’ ও আইপিএল ইস্যুতে তিনি ধুয়ে দিলেন ইংল্যান্ডের বোর্ডকে। এই ইংলিশ ব্যাটিং গ্রেটের মতে, ইসিবির উচিত মেরুদণ্ডহীন আচরণ না করে ক্রিকেটারদের প্রতি শক্ত হওয়া। ডেইলি টেলিগ্রাফে লেখা কলামে এই সবকিছু নিয়েই বোর্ড ও ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করালেন ১০৮ টেস্ট খেলা ব্যাটসম্যান বয়কট। ‘ক্রিকেটারদের উচিত ইংল্যান্ডের হয়ে খেলাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া।’ ‘অবশ্যই আমি কখনোই চাই না ওদের উপার্জন বন্ধ করতে। তবে সেই উপার্জন কোনোভাবেই ইংল্যান্ডের ম্যাচ বাদ দিয়ে হতে পারে না। উচিত আইপিএলে গেলে তাদের বেতন বন্ধ করে দেওয়া।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১