বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২১

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ দেবর ভাবি আটক


সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায়  শ্যামলী পরিবহন যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফ মহাদী গ্রামের মো. আব্বাস গাছুর ছেলে নাজমুল হুদা (২০) ও তার খালাতো ভাই একই থানার বদলাবাড়ি গ্রামের রাজা মিয়ার স্ত্রী ফজিলা বেগম (৩৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন বাসে অভিযান পরিচালনা করে ব্যাগে থাকা ৪০ বোতল ফেনসিডিলের ব্যাগের সাথে স্টিকার ও টিকেট নম্বর মিলে যায় পরে দুই মাদক কারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১