আপডেট : ০৬ February ২০২১
টাঙ্গাইলের সখীপুরে মাটি ভর্তি ট্রাকের ধাক্কায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওই বৃদ্ধের নাম শাজাহান আলী। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত আয়েত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ওই বৃদ্ধ বাড়ির সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১