আপডেট : ২০ November ২০২০
সমালোচনার মুখে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা থেকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) এই ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন সাংবাদিকদের বলেছেন, পরীক্ষা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা আইনিভাবে বিষয়টা দেখব। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস দিয়েও পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়। করোনা পরিস্থিতিতে গত ১৮ মার্চ থেকে আবাসিক হলসহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ (একাডেমিক কাউন্সিল) জানিয়েছিল, নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঢাবির সান্ধ্য কোর্সে ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হবে। তবে তার আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি পরীক্ষার আয়জন করে ব্যবসায় শিক্ষা অনুষদ। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপরই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১