বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০২০

পূর্বধলায় সড়ক দূঘর্টনায় শিশুসহ নিহত ২


নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সিএনজি ধাক্কায় শিশুসহ ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে পূর্বধলা উপজেলার জালশুকা নামক স্থানে (পূর্বধলা ফিলিং স্টেশনের সামনে) এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে চারটার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের জালশুকা নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে যাত্রীবাহী একটি সিএনজি (ময়মনসিংহ-থ-১১-৩৩১৮) ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সের একটি শিশু ও একজন পূরুষ (৩৫) মারা যায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস জানান, দূর্ঘটনার পর পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। দুমরে মুচরে যাওয়া সিএনজিটি জব্দ করেছি। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১