বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০২০

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে।

নিহতরা হল- সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের গণি হেড মাস্টার বাড়ির শাহজাহানের কন্যা সুমাইয়া আক্তার (৫) ও কামাল হোসেনের কন্যা সুমি আক্তার (৪)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, শিশু দুইটি পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের পানিতে ভাসতে দেখে প্রতিবেশিরা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার পূর্বেই তারা মারা যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১