বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চলছে ৫টি ছোট ফেরি 


শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পা‍ঁচটি ছোট ফেরি চলাচল করছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে এসব ফেরি চলাচল শুরু করেছে। শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় গাড়ি নেই। তবে ফেরি চালাতে স্বাভাবিক সময়ের থেকে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। 

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র সহকারি ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে ১৪টি ফেরির মধ্যে পাঁচটি কে-টাইপ ও মিডিয়াম ফেরি চলছে। ফেরিগুলো হলো- কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর, ক্যামেলিয়া। এসব ফেরি পদ্মাসেতুর নিজস্ব চ্যানেল দিয়ে চলছে। নৌরুটে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চালু হয়। যানবাহন নিয়ে পৌঁছাতে সময় লাগছে ১ ঘন্টা ২০ মিনিট। সন্ধ্যার পর আর ফেরি চলবে না বলেও জানান তিনি। 

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়াঘাটে পারের যেসব গাড়ি আসছে এসব সরাসরি ফেরিতে চলে যাচ্ছে। পারের জন্য কোন গাড়ি অপেক্ষায় নেই। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১