আপডেট : ১৮ September ২০২০
খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ শামীম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী চালক নিহত হয়েছে। গতকাল বৃৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শামীম মোটর সাইকেল চালিয়ে মাইসছড়ি যাওয়ার পথে হোটেল গ্রীন স্টার সংলগ্ন গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী (চট্টগ্রাম-জ-১১-০২৮৭) বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল চালক শামীম ঘটনাস্থলে নিহত হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি বলেন, নিহত শামীম খাগড়াছড়ি হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত ও প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্থান্তর করা হবে বলে জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১