আপডেট : ১২ September ২০২০
সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিলো বাহরাইন। খবর গালফ নিউজের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামিদ বিন ইসা আল-খলিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার পরই এ বিষয়ে ঐক্যমত্য বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে এ ঘটনাকে, ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক ঘটনা’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৌদি বলয়খ্যাত বাহরাইনের এই সমঝোতাকে ‘অকল্পনীয়’ এবং ‘ঐতিহাসিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেজন্য সৌদি আরবকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিলেন ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েল-আমিরাতের মধ্যকার ফ্লাইট চলাচলের জন্য সৌদি আকাশসীমা খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হচ্ছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। এতে বাহরাইনও অংশ নেবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১