আপডেট : ২০ August ২০২০
ভারি বর্ষণ আর অমাবস্যার জোয়ারের পানিতে ভাসছে পটুয়াখালীর বাউফলের বিচ্ছিন্ন ১৮টি চর ও নিম্নাঞ্চল। গত কয়েক দিনের চেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারের পানি আর ভারি বর্ষণে প্লাবিত হয়ে পড়ে। এতে দুভোগে পরে চর ও নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। উপজেলার মূলভূখণ্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের মেম্বর ছালাম শরীফ জানান, বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে চন্দ্রদ্বীপের দিয়ারা কচুয়া, চর নিমদী, চরওয়াডেল, চরমিয়াজান, রায়সাহেবসহ পুরো চন্দ্রদ্বীপ প্লাবিত হয়েছে। আইলায় বিধ্বস্ত হওয়ার পরে নতুন করে সংস্কার না হওয়ায় চন্দ্রদ্বীপের চরওয়াডেল খেয়াঘাট থেকে চর নিমদী হয়ে রায়সাহেব ও চর মিয়াজান পর্যন্ত বেড়িবাঁধের অধিকাংশ স্থানই এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি ঢুকে চন্দ্রদ্বীপ, চর বাসুদেবপাশা, অমরখালী, নাজিরপুর ইউপির নিমদী, ধানদী, ডালিমা, কচুয়া, ছয়হিস্যা, তাতেরকাঠি, কেশবপুরের তালতলী, মমিনপুর, বাদামতলী, ধুলিয়ার মঠবাড়িয়া, কালামিয়ার বাজার, কালাইয়ার শৌলা, চরকালাইয়া, কনকদিয়ার ঝিলনা, কারখানাসহ বগা ও কাছিপাড়া এলাকায় তেঁতুলিয়া ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে অন্তত ৩০ গ্রামের অর্ধ্ব লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে দূর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার স্যানিটেশন ব্যাবস্থা। তলিয়ে গেছে আমনের বীজতলা, কয়েকশ’ পুকুর, মাছের ঘের, সবজি খামার। এদিকে বগা-দুমকী ফেরি ঘাট ও নিমদী লঞ্চঘাটের পল্টুনের এপ্রোচ ও গ্যাংওয়ে ডুবে যাওয়ায় বেড়েছে যাত্রি দুর্ভোগ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১