আপডেট : ২০ August ২০২০
অপহরণের ৪ ঘন্টার পর কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে এক তরুনীকে উদ্ধার ও চার অপহরণকারিকে আটক করেছে র্যাব- ১১। আজ দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ ফ্রিফিংয়ে র্যাব-১১ সিপিসি- ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান। তিনি জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেড এর এক গার্মেন্টস কর্মী তরুণীকে তার পূর্বের ৪ সহকর্মী ফুসলিয়ে ২ নং ইপিজেড গেটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে আটকে রাখে। পরে মেয়েটির হাতের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। পরে মেয়ের বাবা বিষয়টি র্যাবকে জানালে, র্যাব সদস্যরা মেয়ের বাবার সাথে মুক্তিপণের টাকা দিতে গিয়ে তাদের আটক করে এবং অপহত তরুণীকে উদ্ধার করে। আটককৃতরা হলেন- জেলার লালমাই থানার ছনগাওয়ের আমান উল্লাহর ছেলে আব্দুল মুমিন, সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সিয়াম, উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আব্দুর রহিমের ছেলে আরিফ হোসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১