আপডেট : ১৯ August ২০২০
গোপালগঞ্জে সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লার খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ এসব কর্মসূচি পালন করে। সেখানে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবলীগ নেতা চৌধুরী আশিকুল হাসান শিমুল, রাসেল সিকদার, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শফিকুর রহমান শফিক, ছাত্রলীগ নেতা পিয়াল শেখ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসীর দাবী জানায়। অন্যথায় তারা লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়।
বেলা ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১