বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০২০

নেত্রকোনার হাওরে নৌকাডুবি: ৬ শিশুসহ ১৭ লাশ উদ্ধার


নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রীর রাজালী কান্দা হাওরে নৌকা ডুবে শিশুসহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

আজ বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা ময়মনসিংহের কোণাপাড়া এলাকার একটি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। পানি দেখতে ট্রলার ভাড়া করে তারা হাওরে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু ঢেউবেষ্টিত হাওর উত্তাল থাকায় একপর্যায়ে গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামেররাজাসইল কান্দায় ডুবে যায়।

স্থানীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১