বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০২০

কালকিনিতে নদীগর্ভে বিলীন হচ্ছে ব্যস্ততম সড়ক


মাদারীপুরের কালকিনি পৌরসভার সীমান্তবর্তী এলাকার ব্যস্ততম প্রায় ২০০ মিটার লক্ষিপুর-পখিরা পাকা সড়ক পালরদি নদীগর্ভে বিলীন হতে বসেছে। এতে করে সকল যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে ৫ গ্রামের মানুষ। এছাড়া বর্তমানে নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে ১০টি বসতবাড়ি।

স্থানীয়রা জানান, ওই স্থানের আশেপাশের ৫টি গ্রামের বাসিন্দারা এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে আসছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে ১০টি বসতবাড়িও বিলীন হতে পারে।

এ সড়কটি দিয়ে কালকিনি সদর থেকে আলীনগর, ফাসিয়াতলা ও কালিগঞ্জ এলাকার কাঁচা মালামাল ও বিভিন্ন খাদ্য দ্রব্য পরিবহন করা হয়। এ ছাড়া কালীগঞ্জ ও কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীর দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে যাতায়াত করে আসছে। কিন্তু সড়কটি ভাঙ্গনের কারণে এখন সব ধরনের যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।

লক্ষিপুর-পখিরা এলাকার বাসিন্দা ফরিদ হোসেন ও ছত্তার সরদার জানান, গত কয়েকদিনের নদী ভাঙ্গনে সড়ক ধসে পড়ে সব যোগাযোগ বিছিন্ন হয়। ইতিমধ্যে ২০০’শ মিটার সড়ক নদী গর্ভে চলে গেছে। তবে দ্রুত সড়কটি সংস্কার না করা হলে ক্ষতি হবে কয়েক হাজার বিঘা জমির বিভিন্ন প্রকার ফসলের।

মাদারীপুর জেলা পাউবি নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, নদী গর্ভে বিলিন হওয়া সড়কগুলো শিগগিরই এলজিডির মাধ্যমে সংস্কার করা হবে।

এ ব্যাপারে কালকিনি পৌরসভার মেয়র মোঃ এনায়েত হোসেন দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১