বাংলাদেশের খবর

আপডেট : ২০ July ২০২০

সন্ধ্যার পর ঢাবি ক্যাম্পাস থাকে নেশাগ্রস্তদের দখলে


করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম গত ১৮ ই মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্লাস পরীক্ষা না থাকায় ছাত্র-ছাত্রীরা যে যার মত নিজ বাড়িতে অবস্থান করছে। ক্যাম্পাস, হল সবই এখন জনশূন্য। 

আর এই নীরব নিস্তব্ধ ক্যাম্পাস সন্ধ্যার পর নানা শ্রেণীর মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আড্ডায় পরিণত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কার্জন হলের মাঠ, গেট, কলাভবনের বটতলার মত নির্জন জায়গাগুলোতে সন্ধ্যার পর ভিড় করছে মাদকসেবীরা। গোল হয়ে বসে সেবন করছে গাজা, ইয়াবা সহ অন্যান্য মাদক।

ক্যাম্পাসের অদূরে শাহবাগ থানা থাকা স্বত্তেও এসব মাদক স্পটে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন পথচারী দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, "মাদক ব্যবসায়ীরা অসাধু পুলিশ সদস্যদের যোগসাজোগে নিয়মিত তাদের ব্যবসা পরিচালনা করছে। পুলিশ নিয়মিত তাদের থেকে মাসোহারা আদায় করে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব এ.কে.এম গোলাম রাব্বানীর সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল দেবার পরেও তিনি রিসিভ করেননি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১