বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০২০

কলকামান্দায় পাহাড়ী ঢলে উব্দাখালী নদীর পানি বৃদ্ধি অব্যাহত


নেত্রকোণার কলমাকান্দায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে উব্দাখালী নদীর পানি। পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দায় বিশরপাশা, বরুয়াকোনা ও বড়খাঁপন কাঁচা ও পাঁকা সড়কের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।

আজ শনিবার মধ্যে রাত থেকে অতি বর্ষণে কারণে সীমান্তবর্তী গনেশ্বরী নদী , মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও পাঁচগাও ছড়ায় পাহাড়ি ঢলের কারণে ফুলে-ফেঁপে ওঠে পুরো উপজেলার উব্দাখালী নদী।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কলমাকান্দা উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে বিপদসীমার সামান্য নিচ দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। এখনো থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ জানান আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কলমাকান্দায় ৭০ মি.লি. বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি বৃদ্ধি পেলে পাহাড়ি ঢল আরো বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা সমকালকে জানান, সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১