আপডেট : ০৬ June ২০২০
নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলার সময় বজ্রপাতে তোফাজ্জল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু এনামুল হক (১৬) গুরুতর আহত হয়েছেন। নিহত তোফাজ্জল উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর পূর্বপাড়ার আকবর আলীর ছেলে। সে সাহেরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। আজ শনিবার দুপুর ২টায় রাধানগর ইউনিয়নের নিজগাঁও হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাধানগর ইউপি সদস্য তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে পার্শ্ববর্তী হাওড়ে যান তোফাজ্জল। খেলার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মারা যান তোফাজ্জল। বন্ধু এনামুল নিজের কান চেপে মাটিতে বসে যায়। তারপরও সে আহত হয়। তার কানে সমস্যা হয়েছে বলে জানান এনামিলের মা।এ ঘটনায় গুরুতর আহত এনামুলকে কিশোরগঞ্জের ভৈরব ট্রমা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশঙ্কা বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১