বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০২০

সিরাজগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত


সিরাজগঞ্জে বজ্রপাতে গোলাম হোসেন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যার আগে সদর উপজেলার উত্তর সারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কলেজছাত্র ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র।

শিয়ালকোল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর হযরত আলী জানান, মাঠের কাজ শেষে কৃষক আব্দুস সাত্তার তার ছেলে গোলাম হোসেনকে নিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় হঠাৎ করেই বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে বাবা-ছেলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে গোলাম হোসেন মারা যান।তার বাবা আব্দুস সাত্তারকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১