আপডেট : ২৬ May ২০২০
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় করোনাভাইরাসে নতুন করে ৬ ব্যক্তি আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে। এরা সবাই পুরুষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা আরও জানান, গত ১০ দিন যাবত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী ভর্তি হয়। কিন্তু তার মধ্যে করোনা উপসর্গ থাকা সত্বের সে কোন চিকিৎসককে না বলায় টেস্টের ব্যবস্থা করা হয়নি। কিন্তু পরে উপসর্গ স্বীকার করায় সেসহ ঐ বিভাগে ভর্তি থাকা ৫ জনের নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়। টেস্টের ফলাফল ৬ জনেরই পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জন। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১