আপডেট : ১৩ May ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮ টায় জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, প্রতিদিনের হিসাবে রোববার ও সোমবার মৃতের সংখ্যা হ্রাস পেয়ে ১ হাজারের নিচে চলে আসার পর মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। গত রোববার দেশটিতে করোনায় মারা যায় ৭৭৬ জন, সোমবার ছিল ৮৩০। এরপর মঙ্গলবার ফের মৃতের সংখ্যা দ্বিগুণ বাড়লো। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার ৯২৭ জন। বৈশ্বিক এ মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১