আপডেট : ০৭ May ২০২০
করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীর শপিংমল ও মার্কেট খোলা এবং কেনাকাটার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে যারা কেনাকাটা করতে যাবেন তাদের বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে যারা শপিংমলে বা মার্কেটে কেনাকাটা করতে যাবেন তারা নিজ নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে নির্ধারিত সময়ের মধ্যে কেনাকাটা করতে পারবেন। এ সময় প্রত্যেক ক্রেতাকে সঙ্গে পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়াও এক এলাকার ক্রেতা অন্য এলাকার শপিংমলে বা মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১