বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০২০

বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায় : শেখ হাসিনাকে লেখা চিঠিতে ট্রাম্প


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা।  বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।

প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠিটি পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে তারা বাংলাদেশের প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে সেটকে উদাহরণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার কথাও বলেছেন ট্রাম্প।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১