আপডেট : ৩০ April ২০২০
আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। বুধবার (২৯ এপ্রিল) তাকে মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে দেশে ফেরেন বর্ষীয়ান এই বলিউড অভিনেতা। তিনি জানান, ঋষি ভালো নেই। তাকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্ত্রী নীতু কাপুর স্বামীর পাশে রয়েছেন। ছেলে রণবীর কাপুরও হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে। রণধীর কাপুর আরও জানান, চিকিত্সকের পরামর্শেই ঋষি কাপুরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু, কী সমস্যার কারণে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা তিনি বলতে পারেননি। ২০১৮ সালে ক্যানসারের চিকিৎসায় বেশ কিছুদিন ধরে আমেরিকাতে ছিলেন ঋষি কাপুর। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন। দিন কয়েক আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বইয়ের এই হাসপাতালে এনেই ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সেসময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি।
ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছেন তার ভাই রণধীর কাপুর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১