বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২০

রাজধানীতে নির্দেশ অমাণ্য করে এলাকার বাজারে কেনাকাটা


ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা থাকলেও রাজধানীর বড় রাস্তাগুলোতে বসেনি বাজার। ফলে গাদাগাদি করেই কাঁচাবাজারের ভেতরে কেনাকাটা করতে হচ্ছে।

শুক্রবার ডিএমপি নির্দেশনা দিয়েছিলো শনিবার থেকে রাজধানীর বড় রাস্তায় বাজার বসবে। কিন্তু ডিএমপি'র এ নির্দেশনা মানা হয়নি বাজারগুলোতে।

বিক্রেতারা বলছেন, নির্দেশনার বিষয়টি তারা এখনো জানেন না। ডিএমপি বলছে, বাস্তবায়নের জন্য তারা কাজ করছেন।

ঢাকার সবচেয়ে বড় পাইকারী বাজার কারওয়ান বাজারে এখন পর্যন্ত তিনজনের করোনা ধরা পড়েছে। ঝুঁকিপূর্ণভাবেই এ বাজারে বেচাকেনা চলছে আগের মতোই। কারওয়ানবাজারে কাঁচাবাজারেও দেখা গেছে, সামাজিক দূরত্বের কোনো বালাই নেই।

শুধু কারওয়ান বাজার নয়, হাতিরপুল, মহাখালী, মগবাজার, মুগদা, ডিএনসিসি কাঁচাবাজারও ছিলো আগের মতোই।

ডিএমপি বলছে, দু-একদিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১