আপডেট : ১৬ April ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ (করোনাভাইরাস) মহামারী থেকে ভুটানের প্রবীণ নাগরিকদের রক্ষার্থে সেদেশে জরুরি ওষুধের দু’টি চালান পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ভুটানের সঙ্গে ঐতিহাসিক চমৎকার সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভুটানের রাজার অনুরোধে প্রধানমন্ত্রী তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই ওষুধগুলো পাঠিয়েছেন। এই ওষুধের মধ্যে রয়েছে, বেক্সিমকোর ১০ লাখ ইউনিট মাল্টিভিটামিন বেক্সট্রাম গোল্ড ও স্কয়ারের ৫ লাখ ইউনিট ভিটামিন-সি সিভিট ট্যাবলেট। প্রথম দফার ওষুধের চালান আজ সড়ক পথে ঢাকা ছেড়েছে। ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার জন্য বিকেলে লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত বন্দরে পৌঁছে যাবে। এর আগে, ভুটানে চিকিৎসা সরঞ্জাম ও হ্যান্ড স্যানিটাইজার পাঠিয়েছিল বাংলাদেশ।
দ্বিতীয় চালানটি রোববারের মধ্যেই সীমান্ত বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১