বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০২০

করোনাভাইরাসে চট্টগ্রামে শিশুর মৃত্যু


চট্টগ্রামের পটিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার রাতে এক শিশু মারা গেছে।

মৃত আশরাফুল আলম (৬) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়া প্রবাসী খলিলুর রহমান প্রকাশ সজলের ছেলে। খবর ইউএনবির।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রাত ২টা ১০ মিনিটে আশরাফুলকে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটায় তার মৃত্যু হয়। এখন নিয়ম অনুযায়ী দাফনের ব্যবস্থা চলছে।

জানা গেছে, আশরাফুল আলমের বাবা সজল গত ২ মাস আগে  মধ্যপ্রাচ্যের ওমান থেকে দেশে ফেরেন। এর মধ্যে ছেলের  অসুখ দেখা দিলে গত শনিবার দুপুর ১২টার সময় পটিয়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে করোনা অনুমান করে রোগীর থেকে স্যাম্পল কালেকশন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রাত ৯টায় ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যু হয়। এনিয়ে চট্টগ্রামে মহামারি এ রোগে দুজন মারা গেলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১