বাংলাদেশের খবর

আপডেট : ০৮ April ২০২০

লকডাউনে জোরে কথা বলায় রাশিয়ায় ৫ জনকে গুলি করে খুন!


বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে রাশিয়ায় চলমান লকডাউনে জোরে কথা বলায় ৫ প্রতিবেশীকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি।

গত শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলের ইয়েলাতমার গ্রামে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত বন্দুকধারী আনন্ত ফ্রাঞ্চিকভ (৩১) কে খুনের অভিযোগে গ্রেফতার করেছে। জেরায় নিজের দোষ স্বীকার করেছেন তিনি। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, লকডাউনের মধ্যে কয়েক জন ওই ফ্রাঞ্চিকভের বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন। তখন তার ছোট বাচ্চা ঘুমাচ্ছিল। অত জোরে কথা বলায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ফ্রাঞ্চিকভ প্ৰথমে তার ওই পাঁচ প্রতিবেশীকে আস্তে কথা বলার অনুরোধ করেন, পরে চুপ করতেও বলেন। কিন্তু ওই পাঁচজন সে কথায় কান না দিয়ে জোরে জোরে কথা চালিয়ে যান। তখনই মাথার ঠিক রাখতে পারেননি অভিযুক্ত। শিকার করা রাইফেল দিয়ে গুলি চালায় ফ্রাঞ্চিকভ। ঘটনাস্থালেই ৪ জন পুরুষ ও একজন গর্ভবতী নারীরর মৃত্যু হয়।

যদিও পুলিশকে ফ্রাঞ্চিকভ জানিয়েছেন, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিলেন তিনি। রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্ত ফ্রাঞ্চিকভের স্ত্রী স্থানীয় এক হাসপাতালের ডাক্তার। খুনের সময় সে বাথরুমে ছিলেন বলে জানান তিনি। স্বামীর এমন আচরণ তাকেও অবাক করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১