আপডেট : ৩১ March ২০২০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা ভাইরাসে ইতালিতে দুই বাংলাদেশি প্রাণ হারালেন। এছাড়া চিকিৎসা নিচ্ছেন আরও চার বাংলাদেশি। যতই দিন যাচ্ছে, ততই লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবার দেশটিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ৮১২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৯১ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ। স্থানীয় সময় সোমবার দুপুর ১টার দিকে দেশটির উত্তরাঞ্চল মিলানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত ওই বাংলাদেশির নাম অপু। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তার দেশের বাড়ি ঢাকা জেলায়। জানা গেছে, ওই বাংলাদেশি করোনায় আক্রান্ত হলে হাসাপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থাই না ফেরার দেশে চলে যান। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে মিলান শহরে বসবাস করছিলেন। তার এ মৃত্যুতে বাংলা কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশিরা সমবেদনা জানান। এর আগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১