বাংলাদেশের খবর

আপডেট : ৩০ March ২০২০

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা বিতরণ


করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক সুরক্ষা পদ্ধতিতে বসিয়ে লক্ষ্মীপুরে শ্রমজীবীদের মাঝে চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে।

অঞ্জন চন্দ্র পাল জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ এড়িয়ে চলতে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রাথমিকভাবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে ১শ’ মেট্রিক টন চাল ও নগদ ৭ লাখ টাকা বিতরণ করা হয়। এছাড়া আরো ৫শ’ মেট্রিক টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১