বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০২০

করোনা সঙ্কটে শাকিরার ক্ষোভ!


চলমান প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে সঙ্কটময় পরিস্থিতিতে চিন্তিত কলম্বিয়ার সঙ্গীতশিল্পী শাকিরা। ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ব নেতাদের প্রতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এই সঙ্গীতশিল্পী লিখেছেন, ভাইরাস যতটা দ্রুত ছড়িয়ে পড়ছে, ঠিক ততটাই মন্থর বিশ্বের নেতারা।

করোনাভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সাধারণ মানুষকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। তবে পরিস্থিতি বিবেচনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল শাকিরাকেই। বিশ্বজুড়ে এমন সঙ্কটময় পরিস্থিতিতে নেতারা একে অপরকে দুষছেন বলে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

করোনাভাইরাসে সারাবিশ্বে মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার মানুষের। সংক্রমিত মানুষের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১