বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০২০

করোনায় নিউইয়র্ক ‘লকডাউন’


করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে ‘লকডাউন’ করা হয়েছে। ওষুধের দোকান, মুদির দোকানের মতো জরুরি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। কর্মচারীদের প্রয়োজনে ঘর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে, নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ ঘোষণা দেন। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের জরিমানা গুনতে হবে।

রাজ্য গভর্নর তার ঘোষণায় বলেন, আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করছি। একটা জীবনও যদি বাঁচাতে পারি, তাহলে খুশি হব। পুরো রাজ্যজুড়ে গ্রোসারি স্টোর, ফার্মেসি ছাড়া একান্ত জরুরি ব্যবসা-বাণিজ্য খোলা থাকবে। সব ধরনের আউটডোর কার্যক্রম ও খেলাধুলা বন্ধ থাকবে।
 
অ্যান্ড্রু কুমো আরও বলেন, সরকারি-বেসরকারি কর্মচারীদের মধ্যে যারা জরুরি কাজে নিয়োজিত নন- তাদের ঘর থেকে কাজ চালিয়ে যেতে হবে। লন্ড্রি, রেস্টুরেন্টে শুধু ডেলিভারি, পেট্রলপাম্প এবং সীমিত গণপরিবহন চালু থকবে।

নিউইয়র্কে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১ শ ছাড়িয়েছে। প্রতি মুহূর্তে এ সংখ্যা বাড়ছে। ২০ মার্চ শুক্রবার সকাল পর্যন্ত নিউইয়র্কে মৃতের সংখ্যা ৩৫। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি রাজ্যে নিউ ইয়র্ক , ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১