বাংলাদেশের খবর

আপডেট : ২০ March ২০২০

মসজিদে হারাম ও নববীতেও নামাজ স্থগিত


সারাদেশে সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণার পর সৌদি আরব সরকার এবার পবিত্র কাবা ও মসজিদে নববীতে নামাজ স্থগিত করেছে। খবর আল-আরাবিয়ার।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলার অংশ হিসেবে মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় বলেছেন, ‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এর আগে মসজিদ আল-হারাম ও মসজিদে নববী বাদে অন্য সব মসজিদের নামাজ আদায় সাময়িক স্থগিত করা হয়। শুক্রবার এই দুই মসজিদে নামাজ আদায় স্থগিত করার মাধ্যমে সৌদি আরবের সকল মসজিদে নামাজ আদায় স্থগিত হলো।

সৌদি আরবে এখন পর্যন্ত ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১