আপডেট : ১৮ March ২০২০
লন্ডনের বেক্সলে পরিবারসহ সেলফ আইসোলেশনে আছেন বাংলাদেশ ফুটবলের প্রধান কোচ জেমি ডে। করেনোভাইরাস আতঙ্কে জরুরি প্রয়োজন নিজের ঘরের বাইরে যাচ্ছেন না এ ইংলিশ ফুটবল ম্যানেজার। জেমি ডের সংসার স্ত্রী ও চার ছেলে নিয়ে। জানালেন এ মুহূর্তে পরিবারের সবাই ঘরেই আছেন। জেমি ডে বলেন, আমি লন্ডনের যে এলাকায় আছি সেখানে মানুষের চলাচল আগের চেয়ে কম। জরুরি কাজ না থাকলে মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। বেশিরভাগ মানুষই নিজ ঘরে সেলফ আইসোলেশনে আছেন। আমি বা আমার পরিবারের কেউও বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাই না। তিনি বলেন, আমি মনে করি, আগামী কয়েক সপ্তাহ মানুষ ঘরে অবরুদ্ধ হয়ে থাকবে। এ মুহূর্তে সবাই খুবই সতর্ক। এর আগে করোনাভাইরাসের কারণে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত হওয়ায় ছুটিতে গেছেন জেমি ডে। যাওয়ার পর থেকেই একপ্রকার ঘরেই সময় কাটাচ্ছেন বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১