আপডেট : ১৩ March ২০২০
আগামী পহেলা বৈশাখে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ছোট পরিবার আবশ্যক’। এই নাটকে এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, তৌসিফ মাহবুব, সাফা কবির ও রুহী। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম। সমাপ্তি মাসুক এর আগে অনেকের সঙ্গে অভিনয় করলেও এবারই প্রথম সাফা কবিরের সঙ্গে তার অভিনয় করা হলো। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সমাপ্তি মাসুক বলেন, ‘জুলফিকারের এটি প্রথম কাজ। যে কারণে কাজটি ভালো করার খুব চেষ্টা ছিল তার মধ্যে। নাটকের নাম শুনেই বোঝা যাচ্ছে কী ধরনের গল্পের ওপর ভিত্তি করে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে সমাজের মানুষের জন্য একটি মেসেজ আছে। সেই মেসেজটিই আমরা সবাই মিলে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এর সাফা কবিরের সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। সাফা অভিনয়ে খুব চমৎকার। শান্তশিষ্ট, চুপচাপ, অভিনয়টা মনোযোগ দিয়ে করার চেষ্টা করে। তৌসিফ, রুহীও নিজেদের চরিত্রে যথেষ্ট মনোযোগী ছিল। যে কারণে সবমিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’ সাফা কবির বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। তাই কাজটি করেছি। তৌসিফ আর আমি দুজন খুব ভালো বন্ধু। আমরা একসঙ্গে অনেক নাটকেই কাজ করি। যথারীতি এ নাটকটিতেও আমরা গল্পটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সমাপ্তি ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। ভালো লেগেছে তার সহযোগিতা।’ সমাপ্তি মাসুক নিয়মিত অভিনয় করছেন দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ ও মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘ঘরে বাইরে’। নাটক দুটি পরিচালনা করছেন আশীষ রায় ও নজরুল ইসলাম রাজু। অনিমেষ আইচের নির্দেশনায় ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত রবিন খান পরিচালিত ‘মন দেবো মন নেবো’ সিনেমাটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১