বাংলাদেশের খবর

আপডেট : ০৮ March ২০২০

করোনা মোকাবেলায় সেনা নামিয়েছে ভারত


চীন থেকে উৎপত্তি হওয়া মারণ ভাইরাস করোনা ভারতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। পরিস্থিতি মোকাবেলায় এবার মাঠে সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় সেনা সূত্রের খবর, সেনা তত্ত্বাবধানে প্রায় ১ হাজার ৫০০ জন মানুষকে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার দ্রুত তৈরি করা হবে। জয়সালমের, সুরটগড়, সেকন্দ্রাবাদ, চেন্নাই এবং কলকাতায় এই কেন্দ্রগুলো খোলা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, সামরিক বাহিনীতে সংক্রমণ ঠেকাতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। ক্যান্টনমেন্ট এবং মিলিটারি স্টেশনের মধ্যে যে সব শপিং কমপ্লেক্স রয়েছে সেখান থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। অযথা ভিড়ে ঠাসা শপিং মল, সিনেমা হল এড়িয়ে যেতে বলা হয়েছে তাদের।

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, করোনা ভাইরাসসংক্রান্ত সরকারি যে নির্দেশিকা তার ওপর ভিত্তি করে সেনা সদর দপ্তর থেকেও একগুচ্ছ বিধিনিষেধের তালিকা প্রকাশ করা হয়েছে। করোনা মোকাবেলায় প্রত্যেক সেনা হাসপাতালকে স্থানীয় সরকারি হাসপাতালগুলো এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে সংযোগ বজায় রেখে চলতে বলা হয়েছে।

হঠাৎ করেই ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় অতি জরুরি না হলে ভারতীয়দের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। 

করোনা সংক্রমণ মোকাবেলায় ভারতীয়দের বিদেশ ভ্রমণে একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ভারতীয় সংসদে বলেন, জরুরি কাজ না থাকলে বা খুব প্রয়োজন না থাকলে আপাতত বিদেশে যাবেন না। করোনা পরিস্থিতির ওপর আমরা সব সময় নজর রাখছি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে ভারতে আগে থেকেই করোনা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগে বিমানবন্দরে ১২টি দেশের যাত্রীদের স্ক্রিনিং করলেও এখন সব দেশের যাত্রীদেরই স্ক্রিনিং করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১