বাংলাদেশের খবর

আপডেট : ০৩ March ২০২০

ভারতে বাড়ছে করোনা আতঙ্ক


ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সব মিলিয়ে ভারতে ১১ জনের শরীরে এই ভাইরাসের সন্ধান মিলেছে।

সবশেষ আগরার একটি পরিবারে ৬ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, ওই পরিবারের দুই ভাই সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের থেকে সংক্রমণ ছড়ায় পরিবারের আরও চার সদস্যের মধ্যে।

এর আগে চীন ফেরত কেরালার তিন শিক্ষার্থী এবং গতকাল দিল্লি ও তেলেঙ্গানায় একজন করে বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তারা দুজনই চিকিৎসাধীন। দিল্লির বাসিন্দা ওই ব্যক্তি সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন।

এদিকে করোনা আতঙ্কে নয়ডার একটি স্কুল বন্ধ রাখা হয়েছে। স্কুলের নোটিসে জানানো হয়, ক্রমশ পরিস্থিতি খারাপ হওয়ায় স্কুলে পরীক্ষার দিনগুলি পিছিয়ে দেওয়া হলো।

করোনা ভাইরাসের জেরে যাতে মানুষ আতঙ্কগ্রস্ত না হয়ে পড়েন, তার জন্য টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে মানুষকে শান্ত থাকতে বলেছেন এবং ভাইরাস রোধে প্রয়োজনীয় সতর্কতা নিতে বলেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১