আপডেট : ০১ March ২০২০
সিলেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। অধিনায়ক হিসেবে শেষের সিরিজের শুরুতে টস জিতেছেন মাশরাফি। নিয়েছেন ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে যত না কথা, তার চেয়ে বেশি কথা মাশরাফির ক্যারিয়ার নিয়ে। এটাই মাশরাফির শেষ কি-না সেটা নিয়েই জল্পনা-কল্পনা। বাংলাদেশ দীর্ঘ সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেছে। দলেও এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে মাশরাফি এর আগে জানিয়েছেন, এই বিরতি দলের পারফরম্যান্সে বিশেষ প্রভাব ফেলবে না। তাছাড়া উইকেটও ব্যাটিং সহায়ক। শুরুতে রান তোলা কঠিন হতে পারে। তবে ব্যাটিংয়ে থিতু হতে পারলে ভালো রান হবে সিলেটে। তবে পরে বল করার স্পিন সহায়ক উইকেটে স্পিনে ভুগতে হতে পারে বাংলাদেশের। বাংলাদেশ দল: তামিম ইকবাল, নাজমুল হোসাইন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১