বাংলাদেশের খবর

আপডেট : ০৭ February ২০২০

মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা রামি নিহত


ইয়েমেনে ইসলামিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলার (একিউএপি) শীর্ষ নেতা কাসিম আল রামিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এতথ্য নিশ্চিত করেছেন বলে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইয়েমেন ও সৌদি আরবে সক্রিয় আল-কায়েদা নেটওয়ার্কের সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলা; ২০১৫ সাল থেকে যার নেতৃত্ব দিয়ে আসছিলেন রামি।

সংগঠনটির আগের শীর্ষনেতা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর এর নেতৃত্ব আসে রামির হাতে। পশ্চিমা দেশগুলোতে ধারাবাহিক হামলার নেতৃত্ব দিয়েছেন তিনি।

এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় রামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে একিউএপির পক্ষ থেকে সর্বশেষ ২ ফেব্রুয়ারি তার একটি অডিওবার্তা প্রকাশ করা হয়। এটি আগেই রেকর্ড করা বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আল-কায়েদা নেতা রামির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে কখন তাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১