আপডেট : ২৩ January ২০২০
আশুলিয়ায় প্রায় ২ হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিস। এ সময় প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার আশুলিয়ার জিরাবো দেওয়ানবাগ এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম মোল্লা এর নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান ও মনির প্রমুখ। অভিযানের বিষয়ে আবু সাদাত মো. সায়েম মোল্লা জানান, আজ সকাল থেকে শুরু হওয়া অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ নিয়ে আশুলিয়ার জিরাবো দেওয়ানবাগ এলাকা থেকে প্রায় ২ হাজার বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান চলাকালিন সময়ে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. ফজর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১