আপডেট : ১৮ January ২০২০
বছরের শুরুতেই পরিবারসহ দেশের বাইরে ভারতে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌ। গত সপ্তাহে তারা দুজন টানা বেশ কয়েকদিন ভারতের কলকাতার বিভিন্ন স্থানে নিজেদের মতো সময় কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই দীপা ও মৌ নিজেদের পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে দীপা ও মৌ একসঙ্গে একটি ধারাবাহিক নাটকের কাজও করেছেন। নাটকটির নাম ‘সুতোয় বাধা সুখের পায়রা’। এটি নির্মাণ করছেন রুলীন রহমান। বছরের শুরুতেই পরিবার নিয়ে দেশের বাইরে ঘুরে আসা প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, মৌর সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। যে কারণে তার সঙ্গে পরিকল্পনা করেই আসলে ঘুরতে যাওয়া। আমাদের দুজনের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। যে কারণে সময়টা দারুণ কাটে। বছরের শুরুতেই আমরা দুজন পরিবার নিয়ে ঘুরে এলাম। সময়টা বেশ উপভোগ্য ছিল। দেশে ফিরেই পেশাগত কাজে যথারীতি ব্যস্ত হয়ে উঠেছি। নতুন বছরের শুরুটা এক কথায় বেশ ভালো কাটল। মৌ বলেন, দীপা আপুর সঙ্গে গল্প করতে আড্ডা দিতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে। তাই দেশের বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে তার সঙ্গটা আমার কাছেও বেশ উপভোগ্যের। তিনি যেমন আমাকে বেশ বোঝেন, আমিও তাকে অন্তর দিয়েই বোঝার চেষ্টা করি। সবমিলিয়ে বছরের শুরুটা পরিবারসহ বাচ্চাদের নিয়ে খুব চমৎকার সময় কাটল। ভারত থেকে ফিরে এসেই দীপা খন্দকার দুরন্ত টিভির নতুন ধারাবাহিক সৈম নজরুল পরিচালিত ‘মেছো তোতা গেছো ভূত’ নাটকের কাজ শুরু করেছেন। এই ধারাবাহিকের শুটিং চলছে। মৌ জানান, আগামী ২০ জানুয়ারি আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক আল হাজেন পরিচালিত ‘ছায়াছবি’র শুটিংয়ে এবং ২৬ জানুয়ারি বিটিভিতে প্রচার চলতি ধারাবাহিক বদরুল আনাম সৌদ পরিচালিত ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ ধারাবাহিকের শুটিং করবেন। এদিকে গত বিজয় দিবসে বিটিভিতে ড. ইনামুল হকের রচনায় বিটিভির প্রযোজনায় প্রচারিত হয়েছে ‘মেঘ ভাঙা রোদ’ নাটকটি। এতে দীপা খন্দকারের অভিনয় বেশ প্রশংসিত হয়। এ নাটকেও অভিনয় করেছিলেন মৌ। দীপা খন্দকার অভিনীত প্রথম সিনেমা ছিল জয়দীপ মুখার্জি পরিচালিত ‘ভাইজান’। এতে দীপা খন্দকার শাকিব খানের বোনের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন। অবশ্য এরপরেও দীপা খন্দকার আরো বেশ কয়েকটি বাণিজ্যিক সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু গল্প এবং চরিত্র পছন্দ না হওয়ায় দীপা কাজ করতে সম্মতি জানাননি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১