বাংলাদেশের খবর

আপডেট : ০৮ January ২০২০

কলমাকান্দায় সেই মেছো বাঘের শাবক অবমুক্ত


নেত্রকোণার কলমাকান্দায় সেই মেছো বাঘের শাবককে বুধবার সকালে সীমান্তের গহীন  জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা নেত্রকোণা বন বিভাগের এফ,জি কৌশিক রঞ্জন বিশ্বাস এর নিকট হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারি  বাবন রায় উপস্থিত ছিলেন।

এফ,জি কৌশিক রঞ্জন বিশ্বাস বলেন, গত মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের চিতা মেছো বাঘের শাবকটিকে ওই গ্রামের কৃষক  সাইফুল আব্দুল মালেক এর বাড়ির পিছনের নির্জন জঙ্গল কাঁঠাল গাছের উপরে দেখতে দেখা যায়।  পরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে মেছো বাঘের শাবকটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শাবকটি জঙ্গলের পাশেই মঙ্গলেশ্বরী পাহাড়ি নদীতে ঝাঁপ দেয়। একপর্যায়ে লোকজন নানা কৌশলে শাবকটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের হেফাজতে রাখা হয়। পরে আমরা উদ্ধার করে কলমাকান্দা সীমান্তে বরুয়াকোনা পাতলাবন গহীন জঙ্গলে অবমুক্ত করেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১