আপডেট : ০৭ January ২০২০
রাজবাড়ী গোয়ালন্দে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১০ মামলার দূর্ধর্ষ আসামি ও ৩ মামলার পলাতক আসামিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলের পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে রনি মিয়া (২৪), রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের আ. খালেক মোল্লার ছেলে জাকারিয়া ওরফে বিদ্যুত (৩৪) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের গেন্দু বেপারীর ছেলে ছালাম বেপারী (৪৩)। গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকা থেকে অস্ত্র, ডাকাতি, মানব পাচার, মাদকসহ ১০ মামলার কুখ্যাত আসামি রনি ও ডাকাতি, ছিনতাই ও হত্যা মামলার পলাতক আসামি বিদ্যুতকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সোমবার সন্ধ্যায় র্যাব-৮ দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আ. ছাত্তার বেপারীকে গ্রেপ্তার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১